We’ve updated our Terms of Use to reflect our new entity name and address. You can review the changes here.
We’ve updated our Terms of Use. You can review the changes here.

Bhabchho Ki Aeto?

by Bhanga Murtir Kichirmichir

/
  • Streaming + Download

    Includes unlimited streaming via the free Bandcamp app, plus high-quality download in MP3, FLAC and more.
    Purchasable with gift card

      $7 USD  or more

     

1.
ভাবছ কী এত? ভাবছ কী এত বসে বসে? চোখ বন্ধ করে যাচ্ছ চলে কোন্ জগতে? ফেলে যাচ্ছ কত কিছু তার কি খেয়াল আছে? হ্যাঁ, ধীরে ধীরে তো সব যাবে শেষ হয়ে পারবে কী করে থাকতে একা এত দূরে? আবার বুঝি আসবে ফিরে এ বালুচরে নিজ অজান্তে... যাও, কথা বলে যাও নিজের সাথে নিজেরই মাঝে হারিয়ে পার করে দাও এভাবে আরও একটা নিস্তব্ধ নিঃসঙ্গ দুপুর... থাকো দাঁড়িয়ে এ জানালাটার পাশে তার শীতল লোহার গ্রিল ধরে তাকিয়ে যত দূর যায় তোমার চোখদুটো শূন্যে ভেসে... ভাবছ কী এত উদাস মনে? খোলা চোখে যাচ্ছ হারিয়ে কোন্ জগতে? সন্ধে হলে কালচে আঁধারে প্রতিদিনের মতো কিছু কিছু তারা খিলখিল করে আবার জ্বলে উঠবে হ্যাঁ, ধীরে ধীরে এক এক করে ওরাও একদিন যাবে সব নিভে
2.
আরে বাবা চললে কোথায়? আরে বাবা চললে কোথায় তুমি? এত তাড়া কিসের শুনি একটু দাঁড়াও না একটু ভেবে দেখো না তুমি তো একা নও তোমার মতো তো আরও অনেকেই আছে কিসের মধ্যে যে বাস করছে... তা তো শুধু তারা নিজেরাই জানে শুধু নিজেরাই বোঝে সে যে কারও জানবার নয় এ যে সব ঢেকে রাখতে হয় এই পথ তো মিশে গেছে সেই দূর দিগন্তের সাথে না, পারবে না তো পালাতে কোথাও এ পৃথিবীটা ছেড়ে... না, পারবে না তো পালাতে...
3.
মনুষ্য-মূর্তি পারিনা যে কথা বলতে কারও সাথে পারিনা তো থাকতে তাই তো রাখি বন্দি করে নিজেরে সব সময় এ লাইব্রেরির কোণে পারিনা যে সহ্য করতে যখন এত কাছের একজনের আসল রূপকে দেখি ফুটে উঠতে পারিনা যে মেনে নিতে কিছুতেই এত জঘন্য সত্যকে ধরা খেয়েছি কতবার যে নিজের কাছে শুধু ভাবি বিশ্বাস করি কত কীসে ভাবি কত কী নিজেরে নিয়ে শুধু আসল সময়টা যখন আসে হেরে যাই প্রতিবার যে কী হাস্যকর ভাবে আর কী হবে সব কিছুর অর্থ খুঁজে? দেখা হবে তো আরও কতজনের সাথে ভুলে যাবে, ভুলে যেতে হবে বলে জীবন এগিয়ে যায় তো শুধু সামনের দিকে
4.
সাইকেল করে বেড়াই ছুটে সাইকেল করে বেড়াই ছুটে এ রোদে পোড়া বিকেলে রাস্তায় ক্ষেপা ট্রাফিকের মাঝে, ধানমন্ডি লেকের পাড়ে না, আসিনি তো বলে কাউকে বাড়িতে, কী আর হবে? আসব তো ফিরে এ আর কিছুক্ষণের মধ্যে শহরের এ প্রান্তটা এখন যেন কেমন জ্বলজ্বল করছে এক নিবিড় জাফরানি আলোর স্পর্শে আমের মুকুলের গন্ধ গাড়ির ধোঁয়ার সাথে মিশে ভেসে বেড়ায় যখন এ ধুলোভরা বাতাসে সাইকেল করে বেড়াই ছুটে সবার এমন ঘরমুখো বিকেলে কতক্ষণ হলো এতক্ষণে কে বা জানে? আসিনি তো পরে কোন ঘড়ি হাতে, কী আর হবে? এত কিছু কি আর খেয়াল থাকে?
5.
Oi Je Daekho 09:07
ঐ যে দেখো ঐ যে দেখো এক ঝাঁক কবুতর যাচ্ছে উড়ে হলদে আকাশে কালো কালো নারকেল-গাছগুলোর পিছে ক্লান্ত চোখের পাপড়িতে ঢাকা সেই একই পুরনো জংধরা সূর্যটার সাথে ধীরে ধীরে আবার যাচ্ছে মিশে ওপারে পার হবার পর কি পারবো এভাবে ভেসে বেড়াতে? ঘন তুলোয় ভরা সেই থোকা থোকা মেঘগুলোর মাঝে? যেতাম ছুটে যেদিকে ইচ্ছে সেদিকে যার কাছে চাইতো মন যেতে শুধু তারই কাছে শেষবারের মতো, আবার মাত্র আর একটাবারের জন্য নির্লজ্জ এক বেহায়া সেজে কেউ তো আর পারতো না তখন আমাদের এ দু’জনরে রাখতে ধরে কেউ তো আর পারতো না আমাদের কোনো বাধা দিতে তো শুনি, ছুটে যাবে কার কাছে? তোমার কথা তার আর পড়ে না যে মনে তোমাকে কখনো দেখেওনি যে সে ও চোখে বুঝেও বুঝতে চাও না কেন এখনও তুমি?
6.
Shells 02:33
Shells So you think I’ve come out of my shell, Do you? Well, You’re right. But do you know how many shells I’ve got?
7.
লবণ আর গোল‌মরিচের ছোট্ট এক সাদাকালো টিলার উপর কতগুলো কাঁচা মটরশুঁটি আর ভুট্টার দানা ছিটিয়ে ভাসিয়ে দেই তাদের এক উষ্ণ জলের স্রোতে না, হবে না এতে, হবে না সেদ্ধ এত অল্পে তো দাও ঢুকিয়ে ওদের Microwave-এ Gotta do it the lazy man’s way দিগন্ত-জোড়া ধু ধু প্রান্তর... তার এক কিনারে, সেই টিলাটার উপর বসে আছি চেয়ে এখনো শূন্যদৃষ্টিতে... আর ভালো লাগেনা সূর্যাস্ত দেখতে ভালো লাগেনা কোকিলের ডাক শুনতে ইচ্ছে করে ওদের একটারে ধরে চোখ ধাঁধানো এ নির্বিকার হেলে পড়া আগুনের থালাটারই ভেতর ঢুকিয়ে একেবারে Barbeque করে খেয়ে ফেলতে... Mmmmmm............... না, ভয় নেই, আর খাঁ খাঁ করবে না তুমি বেশি দিন তোমার মতো এরকম আর যত যত ছোট ছোট মাটির ঢিপি রয়েছে এ গোটা পৃথিবীটা জুড়ে, তাদের প্রত্যেককে এ বুকের কাছে এনে জড়িয়ে ধরে ভরে রাখবো বাকিটা জীবন কৈশোরে হারানো আমার পাহাড়ি বাগানটা থেকে ছিঁড়ে আনা কোমল গাঢ় সবুজে মাখা শত শত লক্ষ লক্ষ চা পাতা দিয়ে ছিটিয়ে... কেন? মনে নেই? মনে নেই (কি) তোমার?
8.
কাঁদছ কেন? কাঁদছ কেন বলো তো গোমড়া মুখখানি ধরে রেখেছ কার জন্য? আরে, এত অল্পতে এভাবে ভেঙে পড়লে কি আর হবে? জীবন তো চলছে সবার নিজ গতিতে ঘরে বাইরে গ্রীষ্মে রিমঝিম বর্ষাতে এমন কি কনকনে মাঘের এ রাতে কারও কারও খালি গায়ে এ খোলা আকাশটারই তলে... বলো তো তুমিও কি পারতে? না কি দেখতে থরথর করে দাঁতে দাঁত চেপে রাখতে রাখতে তোমার কালি পড়া চোখদুটো থেকে গড়ানো সেই উষ্ণ জলের ফোঁটাগুলো এক এক করে সব গেছে শুকিয়ে... আরে, আঁখিজলের দেখা আর পাবে কোত্থেকে অসহ্য শীতের এ কাঁপনে? আর কিসের দুঃখ? আর কিসের কষ্ট? যখন কিছু আর পেটেই না জোটে? যখন সারাটাদিন যায় কি করে বাঁচবে ভেবে... বুঝেছি তো বেঁচে থাকার আর কোন অর্থ পাও না খুঁজে নতুন কোনো স্বপ্ন পর্যন্ত গড়ে না তোমার বিষণ্ণ মনে তো এ বিতৃষ্ণায় ডুবে ভেবেছ কি আর কখনও পারবে মরে যেতে? অত সহজে? বরং তার চেয়ে দাও পার করে দিনের পর দিন না খেয়ে থেকে ওদের মতো করে কী যে ধীরে ধীরে... এ জীবনটারে শেষ পর্যন্ত তখন পারতে বিদায় জানাতে... ওরা তো থাকে আমাদের ঠিক পাশে কত কাছে আমাদেরই মাঝে... কঠিন বাস্তবতা আসলে কি একেই বলে? যখন দেখে আসতে আসতে অতিষ্ঠ হয়ে গিয়ে পড়ে না চোখে আর তাদের? তবুও যে ওরা থাকে মেতে কত চঞ্চল ছটফটে দুষ্টুমিতে... তবুও যে ফোটে কী সরল স্বচ্ছ হাসি ওদের শুকনো রোগা মুখগুলোতে...
9.
এই যে এখন শোন এই যে শোন এখন... চতুর্দিক কী এক বিকট আওয়াজে গেছে ভরে... গাঢ় গোলাপি এ গগনরে রেখেছে ঢেকে উড়ন্ত পঙ্গপাল হঠাৎ দূর দূরান্তর থেকে এসে। ক্ষুদ্র হওয়া সত্ত্বেও, ঐক্যের জোর ভাঙা যে কত কঠিন তা চট করে দেখিয়ে দিয়ে প্রচণ্ড তৃপ্তির সাথে কখন যে গেল আবার পালিয়ে... দোল খাওয়া ধানক্ষেতের থমথমে এক কঙ্কাল পিছে ফেলে... দিনের শেষে ঘরে ফিরে তন্দ্রায় কৃষকের চোখ বুজে আসার ঠিক আগে... শ্যাওলায় মাখা, আরও অনেক আগেই পরিত্যক্ত আরেক কোঠা-বাড়ির পাশ ঘেঁষে... ওপারে পার হবার পর সেও কি পারতো এভাবে উড়ে বেড়াতে? ছাইয়ে ভরা মন ভোলা অস্থির ফ্যাকাশে মেঘগুলোর সাথে? যেত ছুটে, আপন বলে যা কিছু রয়েছে সব ফেলে যত দূর জোর থাকে একার ভেঙে পড়া শরীরটাতে... না, পারতো না রাখতে ধরে এ প্রিয় মাটির টান আর তারে নবান্নের অপেক্ষায় আর কতদিন বা থাকবে সে বসে? সব হারিয়ে খাঁ খাঁ করে এখন যে ঘামে ভেজা তার পোড়া বুকের ভেতরটাতে
10.
মৃত্যুর গন্ধ হ্যাঁ, মৃত্যুর কথা ভেবে যাচ্ছি এত সুখে বেঁচে আছি বলে... না, সত্যি। একদিন যাব চলে এ দুনিয়াটা ছেড়ে... হ্যাঁ, তা তো সকলেই যাবে শুধু ভাবে না যে সেদিনের কথা যারা থাকে কোনো মতে বেঁচে বসতি বেঁধে হাসপাতালের Corridor-এ যারা পায় না ভেবে নিজ দেশে থেকেও নেই কোনো নিজ ঠিকানা কেন তাদের আজও... ওরা ভিড় করে কবরস্থানের সামনে আজ মৃত্যুবার্ষিকী কোন্‌ এক সাহেবের যানি কী সুন্দর ঘ্রাণে ম-ম করছে চারদিক পাতিলে যে পাক হচ্ছে... ভরা পেটে তো সব দোয়া কবুল হবে ওরা কি আর থাকে চেয়ে আকাশের বৃদ্ধ তারাগুলোর দিকে না কি ভাবে শুধু কখন যে আবার আরেক দল বোমা এসে পড়বে কত প্লেন থেকে ওদের কি এখনো ইচ্ছে করে এ বৃষ্টিতে ভিজতে? ভিজেছে তো কত এক কলসি স্বচ্ছ পানির সন্ধানে... ছুটে দৌড় মেরে হাটের এক ট্রাকের পিছ পিছ পড়ে যাওয়া মাত্র কয়েক দানা চাউল কুড়োতে... দোলনচাঁপার গন্ধে যে আজ মন ভরে যায় না তাদের আর নোংরা ময়লা আবর্জনার সেই গন্ধেও আর দম বন্ধ হয়ে আসে না...
11.
Nostalgia 03:08
12.
Aar Kawto? 05:53
আর কত? তো আর কত চলবে এভাবে হেঁটে হেঁটে কাঁধে চটের থলিটা নিয়ে? আর কত দেখবে আর্ট কলেজ যাবার পথে চোখদুটো ভরে, যা কিছু দেখার আছে? ঝড় বয়ে যায় তার চারপাশে ঝড় বয়ে যায় তার চুলে তার মুখে তার মনে ঝড় বয়ে যায় কত ঘরে ঘরে কত হাসি মুখে... সে বলে, “আরে, শোন না শোন না... বলো না কী পেলাম এ জীবনে, বলো না... কী আর পাবার আছে? কী আর আছে বাকি দেখার এখনও, ভেবে পাইনা...” “কেন? দেখোনি? দেখোনি ছোট ছোট বাচ্চাদের দৌড়তে? তাদের ছোট্ট মাথার ঘাম পায়ে ফেলে চিটচিটে বদ্ধ কারখানায় আমাদের এ সোনালি আঁশ থেকে প্রতিদিন সারাটাদিন লম্বা লম্বা রশি টেনে বানাতে? আমাদেরই এতদিনে আর প্রায় সব কিছুরই মত দূষিত মুমূর্ষু... কত প্রিয় এ বুড়িগঙ্গার তীরে?” হ্যাঁ, সেই ভালো। না কি বলো? “দড়ি ধরে মারো টান... শিশু হোক খান খান” তো আর কত?

credits

released December 19, 2019

Lyrics, tune, composition & guitars by Shaam Ahmad
Vocals by Shaam & Oyishee Ahmad
Percussion by Dewan Anamul Hasan Raju

Music & Album produced by Shaam Ahmad
Audio produced by Dewan Anamul Hasan Raju

license

all rights reserved

tags

about

ME Label New York, New York

ME Label is a one-stop-solution for the music business. Artists, managers, labels, everybody can run their business using this platform.

contact / help

Contact ME Label

Streaming and
Download help

Redeem code

Report this album or account

If you like Bhabchho Ki Aeto?, you may also like: