We’ve updated our Terms of Use to reflect our new entity name and address. You can review the changes here.
We’ve updated our Terms of Use. You can review the changes here.
/
  • Streaming + Download

    Includes unlimited streaming via the free Bandcamp app, plus high-quality download in MP3, FLAC and more.
    Purchasable with gift card

      $5 USD  or more

     

1.
অচেনা মানুষ অচেনা মানুষের ভীড়ে খুঁজি সেই মুখ স্বপ্ন সদাই স্বপ্ন খোঁজে হয় না সে বিমুখ অংক কষে সারা বেলা, ভুলে ভুলে পথ ভোলা দোষের কি আর দোষী বল থাকিলে বেহুশ একখান মানুষ ভালবাসিয়া, হারাইলাম মান হুশ লোকে বলে পাগলীনি তবুও যে খুশ ।। কষ্ট কহে মিষ্টি কিছু সুখের আলাপন মুঠো মুঠো স্মৃতি কুড়ায় উল্টে বিচরণ ধুলো মাখা পায় পিছু হেটে যায় হইয়া বেহুশ ।। তুষ্ট আজ এই কষ্ট সয়ে পিষ্ট বিলাপন ঘুড়ে ফিরে সমুখ পানে পাল্টে আবোরণ ধুপ আলোছায় ফিরে ফিরে চায় হইয়া মাদ হোশ ।।
2.
Chai Na 05:21
চাই না খুব বেশী চাই না আমি, কি আর আছে চাওয়ার এত ছোট এই জীবনে কত টুকুই বা পাওয়ার চাই না আমি আকাশ ছুঁতে জানি পারবো না যে আমার মনের শূণ্য আকাশ কেউ তো ছুঁবে না যে চাই না আমি ছুঁতে তোমায় হারিয়ে যাওয়ার ভয়ে দেখতে পাওয়ার আনন্দতেই হৃদয় থাকে নুয়ে চাই না আমি সাগরটাকে নিজের করে পেতে তোমার দেয়া দুঃখ সাগর আমার গভীরেতে।। চাই না আমি হারিয়ে যেতে সুদূর তেপান্তরে আমার মাঝে বিশাল যে পথ দূগর্ম মন্থর এই চাই না আমি দেখতে কোন জীবনের স্থবিরতা নিঃশ্বদেরই পাশবিকতায় আমার নিঃসঙ্গতা ।।
3.
Akankha 04:06
আকাঙ্খা হাত বাড়ালে যায় কি ছোঁয়া ভালবাসা মনেরই আঁড়ালে যত মিছে আশা কুয়াশারই কোলে দোলে তৃষিত আশা ।। অনুভূতি দিয়ে ছূঁয়ে যাই প্রতিক্ষণ সিক্ত এ মন কাঁদে চায় আহরণ ।। তাপিত তাড়িনী হয়ে তোমাতে হারাই দেখে যাওয়া স্বপ্নটা ফিরে ফিরে চাই ।।
4.
Feriwali 04:46
ফেরিওয়ালী কষ্ট নেবে গো কষ্ট লুকোচুরি ভীড়ে তিক্ত মিষ্ট অব্যক্ত নিড়ব অতিষ্ট ইট পাথরে পিষ্ট সৃষ্ট তোমায় না পেয়ে হারানো কিষ্ট নেবে কি তুমি জানি নেবে না কেউ নেবে না আমার বোবা কষ্ট ।। উবু হয়ে গেছে বুকে পাঁজোর বইতে পারিনা আর ভাগ বন্ডের হিসাব যে তাই কষছি শতবার পিড়ন দাহন লাঞ্চন গঞ্জন নানা রঙ্গের কষ্ট ভরণ ।। কঠিন তরল বায়োবিয় সিক্ত শিথিল শিহোরিয় বক্ষ ভেদী তিব্র কান্ত কষ্ট আমার অসীম শান্ত।। শেষ হল প্রায় জীবন বেলা সময় তো নেই আর চাই না তবু বেড়েই চলে আমার কষ্ট প্রকার বিলিন হওয়া সুভের কষ্ট, হৃষ্ট পুষ্ট না পাওয়া কষ্ট।।
5.
Ektu Alo 04:17
একটু আলো একটু আলোর নিলিমায় আছি তোমার অপেক্ষায় বিলিন হওয়া ধুপ ছায়ায় অনুভূতির শান্ত নায় হৃদয়ের টানা পোড়ায়, না বলা ভাষাতে হারাই।। হারিয়ে যাওয়া একটু চাওয়া তোমার মাঝে খুজে পাওয়া চোখের ভাষায় বুঝে নেওয়া তপ্ত বুকে ¯িœগ্ধ ছোয়া লুকোচুরি মন তোমায় পেতে চায়।। ভালোবাসার সিক্ত তৃষ্ণায় কল্প লোকে সিন্ধু ভাসাই বসে আছি তোমার আশায় আসবে তুমি এই ভাবনায় প্রতিক্ষাতে হায় সময় চলে যায়।।
6.
Shotti 03:51
সত্যি বলছি সত্যি বলছি ভালোবাসি কেন তুমি বোঝ না আমার মত বাসতে ভাল কখনো তুমি পারবে না সত্যি বলছি ভালোবাসা নিছক তোমার ছলনা পাহাড় উঁচু দ্বিদ্ধা নিয়ে ভালবাসা যাবে না।। সত্যি বলছি তুমি শুরু তোমাতে শেষ ভাবনা ভাবনা গুলোর বাড়লে বয়স পাল্টে যাবে ঠিকানা সত্যি বলছি তোমায় নিয়ে ছুঁবো চাঁদ আর জোছনা তোমার মাঝে ভাসবে আমার চাওয়া পাওয়ার তাড়না অবাক লাগে ভাবতে তোমার আকাশ কুসুম কল্পনা চাঁদটা ছুঁতে পার তুমি জোসনা ছুতে পারবে না ।। সত্যি বলছি তোমাকেই চাই অন্য কিছু চাইব না সত্যি বলছি মানুষ আমি নই যে তোমার খেলনা সত্যি বলছি তোমার মাঝে রবে আমার ঠিকানা শুধরে নেব ভুল গুলো সব কষ্ট তোমায় দেবো না ফেলে আসা সময়টাতে কখনো ফেরা যাবে না ভেঙে গেলে কাচের টুকরো জোড়া সেতো লাগে না ।।

about

আমার অনুভূতির ছয়টি রং সুরের মাধ্যমে সবার মনে ছড়িয়ে দেবার এই ক্ষুদ্র প্রয়াস কতটা গ্রহণযোগ্য হবে জানি না, সাধ ও সাধ্যের এই বহিঃপ্রকাশটির জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই মহান আল্লাহ্ তালাকে। সম্পূর্ণভাবে উৎসর্গ করবো ত্বোয়া, তাবীবকে। অঙ্কুরে উৎসাহের জন্য আমার মা কে। অশেষ কৃতজ্ঞ তানভীর আলম সজীব ভাইয়া, মিডিয়া বক্স এবং আমার ছয়টি রং এর কাছে আমার এই ছয়টি অনুভূতির সৌন্দর্য বর্ধন ও সার্বিক সমন্নয় সফলভাবে উপস্থাপনের জন্য তারভীর আলম সজীব ভাইয়াকে আবারো ধন্যবাদ জানাই। আমার প্রিয় শ্রোতাদের মনে একটু যদি রং ছড়াতে পারি তবেই আমার সার্থকতা এবং আমার ছয় এর সফলতা ।

FAcebook: www.facebook.com/pages/Lubna-Yeasmin-Lymi/510227532401740

credits

released September 24, 2013

Lyrics and Tuned: Lubna Yeasmin Lymi
Composition, Mixed and Mastered: Tanveer Alam Shawjeeb
Worldwide Digital Distribution: ME Label

license

all rights reserved

tags

about

ME Label New York, New York

ME Label is a one-stop-solution for the music business. Artists, managers, labels, everybody can run their business using this platform.

contact / help

Contact ME Label

Streaming and
Download help

Redeem code

Report this album or account

If you like Shotti Bolchhi Chhoy, you may also like: